Event Details

রুয়েটের কর্মকান্ড নিয়ে অভিযোগ করা যাবে

এখন থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সকল একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়ন বিষয়ক কর্মকান্ড নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং অংশীজনগণ অভিযোগ দাখিল করতে পারবেন। এর মাধ্যমে রুয়েটের সকল কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা কমিটির (জিআরএস) অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই আশাবাদ ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন অভিযোগ প্রতিকার ব্যবস্থা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

এই অবহিতকরণ সভায় সকল অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান ছাড়াও সশ্লিষ্ট অংশীজনগণ অংশগ্রহণ করেন।

বার্তা প্রেরক-

স্বাক্ষরিত/-
উপ-পরিচালক
জনসংযোগ দপ্তর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়